প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭
বিশ্বব্যাপী আমেরিকার ‘আধিপত্য’ শেষ হওয়ায় সাধুবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেয়া বক্তব্যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং আফগানিস্তান ও ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন রায়িসি। দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
রায়িসি বলেন, জানুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্ট সমর্থকদের কংগ্রেসের উপর সহিংস হামলা এবং গত মাসে আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের প্রস্থান থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী প্রভাব হ্রাস পেয়েছে ওয়াশিংটনের।
জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে আগে থেকে রেকর্ড করা ওই ভিডিও বার্তায় ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ক্যাপিটল (মার্কিন কংগ্রেস) থেকে কাবুল বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিয়েছে, তা হচ্ছে- মার্কিন আধিপত্যবাদ ব্যবস্থার কোনও বিশ্বাসযোগ্যতা নেই, সেটা দেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আজ আমাদের অঞ্চলে যা দেখা যাচ্ছে তা প্রমাণ করে যে কেবল আধিপত্যবাদী এবং আধিপত্যের ধারণাই নয়, পশ্চিমা পরিচিতি চাপিয়ে দেয়ার প্রচেষ্টাও বাজেভাবে ব্যর্থ হয়েছে। কট্টরপন্থী হিসেবে পরিচিত রায়িসি গত মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও খারাপ হয়।