প্রকাশ: ১১ জুন ২০২১, ১৯:৫৪
পাকিস্তানে ওরশ থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দ্রুতগামী ওই বাসটি উল্টে যাওয়ার ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে। খবর এবিসি নিউজের।
দেশটির বেলুচিস্তানের খুজদারে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা হাফিজ উল্লাহ মেনগাল। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, ওই ব্যক্তিরা খুজদারের একটি মাজার থেকে দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের দাদু জেলায় ফিরছিল। সেখান থেকে ফেরার পথে এক বাঁকে নিয়ন্ত্রণ হারান বাসের ড্রাইভার। এরপরই বাসটি উল্টে যায়।
উল্লেখ্য, পাকিস্তানে সড়কের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির চালকদের ট্রাফিক আইন মানার ক্ষেত্রেও শিথিলতা লক্ষ্য করা যায়।