আফগানিস্তানে যাত্রীবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
গতকাল রবিবার রাতে দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রদেশটির গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল জাবুলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে ১১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২ মে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়া শুরুর পর দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়েছে। এর আগে শনিবার (৮ মে) কাবুলের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়।