প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১২:৩১
রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া নাভালনি পাঁচ মাস জার্মানিতে থাকার পর আকাশযোগে
গতকাল রোববার দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।এ দিন নাভালনিকে অভ্যর্থনা জানাতে মস্কো বিমানবন্দরে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সেখানে নামার আগেই তাঁকে বহনকারী ফ্লাইটটির পথ পরিবর্তন করে নিয়ে
যাওয়া হয় শেরেমেতেইয়েভো বিমানবন্দরে।অ্যালেক্সেই নাভালনি তাঁকে হত্যাচেষ্টার জন্য রুশ সরকারকে দায়ী করে আসছেন। ক্রেমলিন বরাবরই তা অস্বীকার করে। বিবিসি জানায়, অনুসন্ধানী সাংবাদিকদের তদন্তে নাভালনির দাবিই সত্য বলে প্রতীয়মান হয়েছে।
সূত্র বিবিসি