প্রকাশ: ৮ জানুয়ারি ২০২১, ১৫:৩২
বায়ুদূষণের কবলে পড়ে গর্ভপাতের পরিসংখ্যান দিন দিন বেড়ে চলেছে। নতুন সমীক্ষা সেই পরিসংখ্যান দেশে শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছে বায়ুর স্বাস্থ্য মোটে ভাল নয়। সাবধান না হলে ঘোর বিপদ আসতে চলেছে। The Lancet Planetary Health journal এ প্রকাশিত হয়ে সেই পরিসংখ্যানের প্রতিবেদন।
যেখানে উল্লেখ রয়েছে, প্রতিবছর দক্ষিণ এশিয়াতে ৩৪৯৬৮১ সংখ্যক মাহিলার গর্ভপাত হয়। বায়ুর মধ্যে থাকা ক্ষুদ্র ধুলিকনা সহ বিভিন্ন বিষাক্ত উপাদানকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা। গর্ভপাতের পরিসংখ্যান বলছে ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে বেড়েছে ৭ শতাংশ।