প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৩২
পূর্ব সিরিয়ায় একটি বাসে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার সন্ত্রাসী হামলাটি দেইর আল-জুর প্রদেশে একটি বাসকে লক্ষ্য করে হয়েছে।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি গ্রুপ পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়।
হামলায় ৩৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়।তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।