ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন
ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং দিনের ২য় সেমিফাইনাল খেলায় বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ৪-০ গোলে সেলিম একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে।


টুর্নামেন্টের আহবায়ক রেজাউল করিম রেজা জানান, টুর্নামেন্টটি এ মাসের ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়। ইতিমধ্যে ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালন্দ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম। 


ফাইনাল খেলাটি উদ্বোধন করতে মাঠে উপস্থিত থাকবেন মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।