প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১৭:২৯
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারা ও ত্বকের পরিবর্তন ঘটে। শরীরের বিভিন্ন অংশে বয়সের ছাপ পড়ে। ত্বকে ডার্ক স্পট দেখা দেয়। ডার্ক স্পট আপনার চেহারা, হাত-পা, কাধ, বাহুসহ বিভিন্ন স্থানে হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়ায় এমনটি ঘটে।বয়সের কারণে হওয়া এসব দাগ কোনো ক্ষতি করে না এবং মারাত্মকও নয়। তবে এটি ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। নিজেকে আরও বয়ষ্ক দেখালে অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিছু দাগ আবার স্বাভাবিকের চেয়ে বেশি গাঢ় হয়।