ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের কাছ থেকে চাঁদা দাবি এবং হুমকি দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন আকনের নাম বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জেলা বিএনপি আমাকে শোকজ করেছে এবং আমি এর যথাযথ জবাব দেব। তবে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র করছে এবং এই অভিযোগগুলো তারই অংশ।
এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ বিএনপির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন শোকজ নোটিশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তারা।
ঝালকাঠি জেলা বিএনপির এক সদস্য জানান, এই ধরনের ঘটনার জন্য দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। তবে নাসিম আকনের দেওয়া জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।