নজিরবিহীন বৃষ্টি-বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৬:৫২ অপরাহ্ন
নজিরবিহীন বৃষ্টি-বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে পশ্চিমাঞ্চলীয় শহর মক্কা ও মদিনাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি মক্কা ও মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ জারি করেছে। পূর্বাঞ্চলীয় শহরগুলোতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।


বৃষ্টিপাতের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট সার্ভিস ও উদ্ধারকারী দলগুলোকে সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুত রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা ও দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।


সিভিল ডিফেন্স সার্ভিস দেশটির বাসিন্দাদের নিচু এলাকা, উপত্যকা, এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া সাধারণ মানুষকে সুরক্ষা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


বজ্রপাতসহ বৃষ্টির কারণে বেশ কিছু ভবনে পানি ঢুকে পড়েছে। রাস্তায় গাড়ি ভেসে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বন্যার ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়েছে।


রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাজান প্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। তবে এসব এলাকায় ‘রেড অ্যালার্ট’ না জারি করলেও সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মতে, নিম্নচাপের প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপের কারণে নদী-নালা ও নিচু এলাকায় পানির উচ্চতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সৌদি কর্তৃপক্ষ বাসিন্দাদের সাবধান থাকার এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।