এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ০৩:১৯ অপরাহ্ন
এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ. এফ. হাসান আরিফের মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আওতায় সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হবে।


হাসান আরিফের মৃত্যু দেশের রাজনৈতিক ও আইনজীবী মহলে এক শোকাবহ মুহূর্ত সৃষ্টি করেছে। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৭০ সালে বাংলাদেশের হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। 


শেখ হাসিনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি ৮ আগস্ট শপথ গ্রহণ করেন। তার আগে তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।


এ. এফ. হাসান আরিফের প্রথম জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা ঢাকার ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে, শনিবার (২১ ডিসেম্বর) তার দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। তার মরদেহ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে এবং তার মেয়ে কানাডা থেকে দেশে ফিরে সোমবার তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


এ. এফ. হাসান আরিফের মৃত্যু দেশের আইনজীবী ও রাজনৈতিক মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।