কোনো দলকে সরানোর পরিকল্পনা আমাদের নেই- জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৫:১০ অপরাহ্ন
কোনো দলকে সরানোর পরিকল্পনা আমাদের নেই- জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের দল কোনো রাজনৈতিক দলকে সরানোর পরিকল্পনা করছে না। তিনি বলেন, “মানুষ সব জানে। তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।”


শুক্রবার (২২ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বলেন, "আমাদের কোনও দল বা সংগঠনকে সরানোর ভূমিকা পালনের প্রয়োজন নেই। আওয়ামী লীগ সহ যে কোন রাজনৈতিক দলকে সরানোর জন্য জামায়াতের কোনও পরিকল্পনা বা উদ্দেশ্য নেই।" তিনি আরও বলেন, “এটা পুরোপুরি অমূলক ধারণা। জনগণের সম্মিলিত প্রজ্ঞায় আমরা বিশ্বাস করি এবং তাদের মতামতকে শ্রদ্ধা জানাই।”


ভারত-বিরোধিতা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ভারত-বিরোধী নয়। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং আমাদের আন্তর্জাতিক নীতি সব দেশের সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে স্থাপিত।” তিনি ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের সঙ্গে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেন।


জামায়াতের কট্টরপন্থী হওয়া সম্পর্কে এক প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, "এটি একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যা ইসলামিক আদর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক নীতি নির্ধারণ করে।" তিনি আরও যোগ করেন, “জামায়াত কখনোই কোনো ধর্মীয় বা জাতিগত বিভাজনে বিশ্বাসী নয়। আমরা সব নাগরিককে সমান মর্যাদা ও অধিকার দিয়ে সম্মান করি।”


এছাড়া, বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। তারা আমাদের আধুনিক মনোভাব সম্পর্কে সচেতন এবং এ বিষয়ে তাদের মধ্যে কোনো অস্বস্তি নেই।”


সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে জামায়াতের আচরণ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জামায়াতের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের কোনো অভিযোগ নেই। আমাদের দলের ইতিহাসে কোনো সময়েও হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা বৈষম্যের ঘটনা ঘটেনি।”


তিনি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলেন, “আগের আওয়ামী লীগ সরকারের ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কারও কোনো সংশয় নেই। তবে জামায়াত সরকারের আসলে ভারতের সঙ্গে সম্মানজনক, সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।”


ডা. শফিকুর রহমান এই সাক্ষাৎকারে আবারও পরিষ্কার করেন যে, জামায়াত একটি আধুনিক, গণতান্ত্রিক দল এবং তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে আগ্রহী।