ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন আতঙ্কে রোগীদের হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ১০ম তলায় ১০৯ নম্বর কেবিন থেকে এই আগুন আতঙ্কের সৃষ্টি হয়।
আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তারা গিয়ে আগুনের কোনো চিহ্ন দেখতে পায়নি।
১০৯ নম্বর কেবিনে টিউব লাইটের স্ট্যাটার গরম হয়ে ধোঁয়া বের হয়। এই আতঙ্কে আটতলা থেকে রোগীরা হৈচৈ করতে থাকে। এতে হাসপাতালের সকল ওয়ার্ডের স্বজনরা রোগী সহ বাইরে বের হওয়ার চেষ্টা করে।
১০৯ নম্বর কেবিনে ভর্তি রোগী ইরা বেগমের স্বামী আব্দুল খালেক জানান, সন্ধ্যার দিকে কেবিনের ভিতরে টিউব লাইটের স্ট্যাটারে স্পার্ক করে। তা থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে হাসপাতালের ইলেক্ট্রিশিয়ানরা এসে সেটা ঠিক করে।
এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১ এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশীদ জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর পান ঢাকা মেডিকেলে আগুন লেগেছে। এই সংবাদের ভিত্তিতে চারটি ইউনিট সহ হাসপাতালে যান। তবে সেখানে গিয়ে কোনো আগুন দেখতে পাইনি।
তিনি আরও জানান, হাসপাতালের নতুন ভবনের একটি কেবিনে শর্ট সার্কিট থেকে টিউবলাইটে স্পার্ক করেছিল। এতে কিছুটা ধোঁয়া বের হয়। আর রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে থাকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।