নারায়ণগঞ্জের মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে আত্মীয়-স্বজন উপস্থিত হলে শনাক্তকরণ করা হবে। নিহত বিভুরঞ্জন সরকার দৈনিক “আজকের” পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।
পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন। মোবাইল ফোন বাসায় রেখে যাওয়ার কারণে তাকে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। অফিসে যোগাযোগ করা হলে তিনি পাওয়া যায়নি। এরপর রাত ১০টার দিকে রমনা থানায় নিখোঁজের জিডি করা হয়।
জিডি তদন্ত কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানান, দেশের সব থানায় সাংবাদিক বিভুরঞ্জনের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তাকে খুঁজে বের করার জন্য।
পরিবার এবং সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বিভুরঞ্জন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন, যারা দেশের সংবাদপত্র ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ কলাম লিখে সমাজ সচেতনতা তৈরি করতেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হবে।