বিগত সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দেশে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা পুরনো মিথ্যা ও প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে প্রচারের দায়িত্ব নিয়েছেন। অথচ জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির সূচক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।
মাহদী আমিন বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠনকালে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল ০.৪, যা ১৯৬৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার সময়ের প্রতিফলন। বিএনপির জিরো টলারেন্স নীতি ও সুশাসনের কারণে এই স্কোর উন্নতি হতে থাকে এবং ২০০৬ সালে বিএনপি সরকার থেকে বিদায় নেওয়ার সময় তা বেড়ে ২-এ পৌঁছায়।
তিনি আরও বলেন, যে দলটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনসহ দুর্নীতি দমনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান একটি পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই নয়।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত সরকারে অংশীদার ছিল। সে সময় তাদের দুইজন মন্ত্রী ও একাধিক সংসদ সদস্য ছিলেন। তখন দুর্নীতি নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না, অথচ এখন তারা ফ্যাসিবাদী প্রোপাগান্ডার ধারাবাহিকতা বজায় রেখেছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেওয়া ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলে বিএনপি।