বরিশাল সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার বরিশাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই আয়োজনে নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হাসান। বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি এবং বর্তমান সহ-সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময়ের এম জহির, সহ-সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন (দৈনিক সুপ্রভাত ঢাকা), কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), প্রচার সম্পাদক আরিফুর রহমান (বিজয় টিভি), এম মিরাজ হোসাইন (দৈনিক বণিক বার্তা), আযাদ আলাউদ্দিন (দৈনিক নয়া দিগন্ত), প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একুশে টিভির সুখেন্দু এদবর এবং দৈনিক যুগান্তরের মো. নাসির উদ্দিন।
বক্তব্যে আযাদ আলাউদ্দিন বলেন, “সাংবাদিক ফোরাম একটি পেশাদার সংগঠন। এটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে ইতিমধ্যেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতে একটি ফান্ড গঠন করে সদস্যদের সহযোগিতার লক্ষ্যে কাজ করতে হবে।”
বিদায়ী সভাপতি সুমন চৌধুরী বলেন, “আমরা সংগঠনকে গতিশীল রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।”
নবনির্বাচিত সভাপতি নিকুঞ্জ বলা পলাশ বলেন, “সংগঠন শুধু একজন বা দুজনের নয়—সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আগামী এক বছরে সংগঠনকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলব।”