আজ নতুন ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ন
আজ নতুন ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্প্রতি ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, যার ফলে অন্তর্বর্তী সরকারের অধীনে মোট ১৬৭ সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করা হলো। গত ৭ নভেম্বর, চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের জানানো হয়, তাদের স্থায়ী এবং অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।


এ বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা এক চিঠিতে জানানো হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিটি সচিবালয়ের নিরাপত্তা শাখা, উপপুলিশ কমিশনার এবং তিনটি গেটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একই সাথে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রধানদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।


এটি চলমান একটি প্রক্রিয়া, যা গত ২৯ অক্টোবর শুরু হয়, যখন ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়। পরে, ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করা হয়। এই তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল হয়েছে।


এটি অনেক সাংবাদিক ও সংবাদমাধ্যমের মধ্যে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে। এর পেছনে সরকারী পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে, এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে।


এই লিংকে সকলের নাম তুলে ধরা হল 


https://drive.google.com/file/d/1QFQfgkkK42bR4n3_JmicxwoyD-i2o_Xm/view