সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে এ মানব বন্ধনে জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীরা অংশ করেন। জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, টেলিভিশন, অনলাইণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীরা।
সমাবেশে বক্তারা, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান। পাঁচ থানার পুলিশ বাড়িতে গিয়ে তার পবিবারকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান। এ ছাড়া স্বাধীন সাংবাদিকতার বাঁধা ডিজিটাল আইন বাতিল করার দাবী জানিয়ে বলেন, আইন মন্ত্রী নিজে এ আইনের প্রয়োগ হবে না আশ্বাস দেওয়ার পরও কিভাবে মামলা হয় তা প্রশ্ন তোলেন মানববন্ধনে। সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশসহ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের পুলিশী হয়রানী ,নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি করেন।
নওগাঁ জেলা সংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে মহাদেবপুর দর্পনের সম্পাদক কিউএম সাইদ টিটো, মফস্বল সাংবদিক ফোরাম নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সবুজ হোসেন,এশিয়ান টিভির লোকমান আলী, বিজয় টিভির মোফাজ্জল হোসেন, সময় টিভির রির্পোটার এম আর রকিসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।