নওগাঁর ধামইরহাটে মাদক সেবনকালে কথিত সাংবাদিক সাজু খন্দকার সহ ৬ মাদকসেবীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে তাদের আগ্রাদ্বিগুন ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্প জানায়, র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি) জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে ০৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম নামক এলাকায় মাদক সেবনের খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় বিডি স্টার অনলাইন টিভি’র নওগাঁ জেলা প্রতিনিধি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের শিশু গ্রামের মোজাফফর রহমানের ছেলে কথিত সাংবাদিক সাজু খন্দকার (৩১), মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), ভাতগ্রামের আ. ছামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন অর রশিদ (৩৫), কুমরইল গ্রামের শ্রী চন্দ্র তিগ্যার ছেলে শ্রী রুপচান তিগ্যা (২৫), রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬) কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।