প্রকাশ: ১৯ মে ২০২১, ১৪:১০
দৈনিক প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটক এবং তার নি:শর্ত মুক্তির দাবীতে নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্বরূপকাঠি প্রেসক্লাব।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পৌর বাসষ্ট্যান্ড সড়কের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অনতি বিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্য বলেন, দেশের স্বাস্থ্য মন্ত্রানালয় একটি বড় দুর্নীতির জায়গা। আর স্বাস্থ্য মন্ত্রী তা রুখতে বার বার ব্যর্থ হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রানালয়ের গুটি কয়েক অসাধু কর্মকর্তা কর্মচারীদের দাপটে ক্রমেই ওই জায়গাটি বড় দুর্নীতির আখড়া হয়ে উঠছে। আর রোজিনা ইসলাম সেই সব দুর্নীতির তথ্য সংগ্রহ করে একের পর এক সংবাদ প্রকাশ করে যাচ্চিলেন। যা ওইসব অসাধু কর্মকর্তাদের জন্য বড় ধরনের ভয় হয়ে উঠছিল। আর তারই রেশ ধরে স্বাস্থ্য মন্ত্রানালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটক করে কারাগরে পাঠানো হয়।
সাংবাদিকরা বলেন, সরকারি আমলাদের মধ্য একটি শ্রেণী সাংবাদিক আর সরকারের মধ্য দুরুত্ব তৈরী করে লুটপাট করে সরকারের ইমেজ নষ্ট করতে পায়তারা চালাচ্ছে। কিন্তু প্রকৃত কলম সৈনিকেরা তা মেনে নেবেনা। তারা দুর্নীতির বিরুদ্ধে লেখনি চালিয়ে যাবেন।
প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্পাদক এ,কে আজাদ,সাংবাদিক কাওসার তালুকদার,হালিমুর রহমান শাহিন,হযরত আলী হিরু, আসাদুজ্জামান, ইনকিলাব সাংবাদিক হাবিবুল্লাহ,তুহিন আহসান প্রমুখ।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১