ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল হক মৃদুল এর পদোন্নতি ও বদলী জনিত কারণে বিদায় উপলক্ষে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংবর্ধনা প্রদানএবং নবাগত ইউএনও মোহাম্মদ সরওয়ার উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার(১৪ই নভেম্ভর) বিকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার উচালিয়াপাড়া মোড় শপার্স গ্যালারী উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সভাপতি মো. নুরুল হুদা এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মো. আজাদ উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটি সিনিয়র সহ- সভাপতি মো. আরিফুল ইসলাম সুমন, সহ- সভাপতি মো. রাকিবুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক মো.অহিদুজ্জামান লস্কর অপু, সম্মানিত সদস্য সদীপ দত্ত তনু প্রমুখ।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.আরিফুল হক মৃদুল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সরওয়ার উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় নবাগত ইউএনও পেশাগত দায়িত্বপালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।