প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩, ১:২০
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত "দৈনিক মজলুমের কন্ঠ" পত্রিকার ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন "দৈনিক মজলুমের কন্ঠ" ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টু।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম কিসলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ প্রমুখ।
বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ খন্দকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক অভিজিত ঘোষ, আল আমিন শোভন, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আসাদুল খান, সানোয়ার হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, ফুয়াদ হাসান রঞ্জু, আরিফুজ্জামান তপু প্রমুখ।