বরিশালে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচারের মাহেন্দ্রক্ষন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে জুন ২০২২ ০৬:১৪ অপরাহ্ন
বরিশালে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচারের মাহেন্দ্রক্ষন উদযাপন

‘বিশ্বময় প্রতিদিন‘ স্লোগানে বৃহস্পতিবার (৩০জুন) থেকে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যাল লিঃ এর বেসরকারী স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে বিভাগীয় শহর বরিশালে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে নগরীর ইউরো কনভেনশন হলে এক আনন্দঘনমুহুর্তে কেক কাটার আয়োজন করেন গ্লোবাল টেলিভিশনের বরিশাল অফিস।


গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের কোষাধ্যক্ষ মারুফ হোসেন, বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানা, বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান এইচ আর হীরা, সাংবাদিক সাজ্জাদ হোসেন হৃদয়, ক্যামেরাপার্সন অপূর্ব বাড়ৈ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে উপস্থিত সকলে গ্লোবাল টেলিভিশনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।