রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল, সম্পাদক শিহাব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: রবিবার ১৬ই জানুয়ারী ২০২২ ০৮:০৪ অপরাহ্ন
রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল, সম্পাদক শিহাব নির্বাচিত

রাজবাড়ীতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি'র কার্যনির্বাহী পরিষদের ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. হেলাল মাহমুদ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো. কামরুল ইসলাম মিঠু।  উক্ত কমিটিতে সর্ব সন্মতিক্রমে বাংলা টিভি ও সময়ের আলোর প্রতিনিধি মো. শিহাবুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।


রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মাহমুদের সভাপতিত্বে ও দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট পালকিতে এই কমিটি ঘোষণা করা হয়।


২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটির অনান্যরা হলেন, সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন/ডিবিসি নিউজ), আসহাবুল ইয়ামিন রয়েন ( দৈনিক খবর), সহ সম্পাদক মো. সোহেল মিয়া (বার্তা ২৪ ডট কম), মো. মাহফুজুর রহমান  ( ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান ( জিটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশীল দাস ( রাজবাড়ী সংবাদ), দপ্তর সম্পাদক আব্দুল মতিন মোল্যা (দৈনিক বর্তমান), অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম (সাহসী সময়), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোখলেসুর রহমান ( বিজনেস বাংলাদেশ), মহিলা বিষয়ক সম্পাদক লাবণী আক্তার ( দৈনিক মাতৃকণ্ঠ)।


এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম মিঠু ( আনন্দ টেলিভিশন),  মীর সামসুজ্জামান সৌরভ (ঢাকা পোস্ট), তনু সিকদার সবুজ  (দৈনিক ইত্তেফাক, উপজেলা সংবাদদাতা), চঞ্চল সরদার ( সাম্প্রতিক দেশকাল), আসাদুজ্জামান নুর  (দৈনিক মাতৃকণ্ঠ), মো.মইনুল হক মৃধা ( বাংলা ট্রিবিউন), মিঠুন গোস্বামী (বিবার্তা ২৪ ডট কম), অনিক সিকদার ( দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি), মহসীন মৃধা ( ভয়েস অফ মুজিবনগর)।


নব গঠিক কমিটির সভাপতি হেলাল মাহমুদ বলেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি জেলার গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনটি নিরন্তর কাজ করবে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংগঠনটি তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।