বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশে চলমান চুরি, ডাকাতি, হত্যা, গুম, ছিনতাই ও ধর্ষণ পরিস্থিতি ভারতের প্রেসক্রিপশনে ঘটছে। তিনি দাবি করেন, ভারতের 'প্লান এ' ছিলো শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখা, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর 'প্লান বি' বাস্তবায়ন করা হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের সহায়তা চাইতে হয়েছে, যেখানে র' ইসকন ও ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনগুলো সক্রিয় হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শনিবার (১৫ মার্চ) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, সরকারের এই উদ্যোগগুলো জনগণের প্রতি সহানুভূতির পরিচায়ক। পরবর্তী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'এ বছর শেষ অথবা আগামী বছরের শুরুতে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আরও আগেই হতে পারে।' তিনি আরও দাবি করেন, বিগত ১৫ বছর ধরে সরকার বিএনপিকে নিপীড়ন করলেও, বিএনপি তার অবস্থান অটুট রেখেছে এবং ৩০০ আসনে শক্ত প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
এছাড়া, তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্যমী ও আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান, কারণ জনগণের কাছে বিএনপির বিশ্বাসযোগ্যতা দিন দিন বেড়েছে। তিনি আরও বলেন, চলতি বছরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মোহসীন উদ্দিনসহ বিএনপির বিভিন্ন নেতা কর্মী। মাহফিলে প্রায় ১০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন সুন্দর পরিবেশে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন দলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।