রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও শিবালয় কোস্টগার্ডের যৌথবাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবিদাসের ছেলে সুমন দাস, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ।
তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া অপর ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।
পরে তাদেরকে দৌলতদিয়া লঞ্চঘাটে নিয়ে আসলে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছয় আসামীকেই মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানব বন্ধন করার হুমকি দেয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ৬ জনকে একলক্ষ টাকা জরিমানা সহ মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।