ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - ফেনী
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় একটি কাভার্ডভ্যান পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  


মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা নির্মাণশ্রমিক ছিলেন। তারা একটি পিকআপভ্যানে করে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।  


দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।  


প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যায়।  


পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  


ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয় বহন করা হবে বলেও জানানো হয়েছে।  


সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের আরো সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।