অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০২ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার মহাগুরুত্বপূর্ণ এক লড়াই। যার ওপর নির্ভর করছে সেমিফাইনালের ভাগ্য। লাহোরে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান।


দুই ম্যাচে এক জয় আর এক হারে ২ পয়েন্ট নিয়ে এখনও সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া এক ম্যাচ জিতেছে, একটি হয়েছে পরিত্যক্ত। ৩ পয়েন্ট নিয়ে তারা একটু এগিয়ে।


আফগানিস্তানের জয় ছাড়া সেমিফাইনালে খেলার পথ নেই। অস্ট্রেলিয়া হারলেও সুযোগ থাকবে, তবে সেটা অনেক যদি-কিন্তুর পর। নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।