পাঁচবিবিতে সেচ পাম্পের পানিতে আলু ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ন
পাঁচবিবিতে সেচ পাম্পের পানিতে আলু ক্ষেত নষ্ট করার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে সেচ পাম্পের পানিতে আলুর ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চাষী সোমবার দুপুরে প্রতিকারের আশায় উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।


লিখিত অভিযোগে জানা যায়,বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের আশরাফ আলীর ছেলে লাবু মন্ডল ১০ কাটা জমিতে আলু চাষবাদ করে।  একই এলাকার মাহমুদ মন্ডল এর ছেলে আবু হুরাইয়া বিদ্যুৎ এর সেচ পাম্পের পানি ছেড়ে দিয়ে ১০ কাটা জমিতে চাষাবাদকৃত আলু গুলো নষ্ট করেছে। আমার আলুর জমিতে পানি ছেড়ে দিলে আমি বাধা প্রদান করি। এসময়  মাহমুদ মন্ডল তার ছেলে আবু হুরাইয়া বিদ্যুৎ আমাকে মারধর করে প্রাণ নাসের হুমকি প্রদান করেন।


আলু চাষি লাবু মন্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধরে তারা হিংসামুলক ভাবে আমার আলুগুলো নষ্ট করেছে। আমি এর প্রতিকার চেয়ে উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি।


এ বিষয়ে জানতে চাইলে মাহমুদ মন্ডল বলেন,আমার জমিতে পানি দিতে গিয়ে আইল চুয়ে তার জমিতে পানি যেতে পারে,তারপরেও তার জমির পানি ছেঁচে দিয়েছি।


পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন, বিষয়টি সমাধানে উপজেলা কৃষি অফিসার ও থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেছি।