বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি গণহত্যাকারী সিন্ডিকেট। জামায়াতের নেতা আরও বলেন, আওয়ামী লীগ তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহ তাদের জনগণের মনে নিষিদ্ধ করেছে। তাই, আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শফিকুর রহমান বলেন, গণহত্যার বিচার হওয়ার পর ক্ষতিগ্রস্তরা নিজেদের ইনসাফ পাবেন এবং তারপর তাদেরই সিদ্ধান্ত হবে, আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারে কি না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ’২৪ সালের অভ্যুত্থান প্রসঙ্গে উল্লেখ করেন, যেখানে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে, তাদের সংখ্যা ৩৬ হাজারেরও বেশি বলে দাবি করেন তিনি। আহতদের মধ্যে ৫০০ জন দু'চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে এবং ২৫০ এরও বেশি হাসপাতালে কাতরাচ্ছে। শফিকুর রহমান আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ হত্যাযজ্ঞ চালানো হয় এবং তিনি দাবি করেন, এ সকল মানুষদের জাতীয় বীর হিসেবে মর্যাদা দিতে হবে।
জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কথা ও অর্থের রাক্ষস হয়ে উঠেছিল, তারা মানুষের সম্মান করত না এবং রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। তিনি বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং তাদের বিরুদ্ধে জনগণের ন্যায়বিচারের দাবি ওঠা উচিত।
বিদেশে আত্মগোপনকারী নেতাদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, “যদি দেশকে ভালোবাসেন, তবে দেশে ফিরে আসুন। আমরা তো বহুবার জেলে গিয়েছি, জেলে থেকে দেখেছি আপনারা কীভাবে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন।” তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের খুন করেছে এবং লাশ গুম করতে তাড়াহুড়ো করে ট্রাকের উপর ছুড়ে মেরেছে। জামায়াতের নেতা বলেন, এভাবে যদি রাজনীতি হয়, তবে জনগণ তা কখনোই বরদাস্ত করবে না।
শফিকুর রহমান বলেন, জামায়াতের কোরআনের পাখিদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তবে আল্লাহ তাদের মানুষের মনে নিষিদ্ধ করেছে। তিনি বলেন, তাদের রাজনৈতিক আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহর হাতে, কারণ তিনি জনগণের মধ্যে সাহস দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে জামায়াতের আমির দাবি করেন, বরিশাল এবং ভোলার সড়ক যোগাযোগে সেতু নির্মাণের দাবি অযৌক্তিক নয়। তিনি বলেন, ভোলাকে উন্নত জেলা হিসেবে দেখতে চান এবং বরিশাল বিভাগকে উন্নত বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতের আমির বলেন, বরিশাল অঞ্চলের মানুষের মৌলিক দাবিগুলোর সমাধান প্রয়োজন, এবং তিনি সরকারের কাছে এসব দাবি দ্রুত পূরণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।