বিশ্বকাপ জ্বরে মেতে উঠেছে পর্যটন নগরী কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ৯০ ফুট লম্বা এক পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকরা শোডাউন করেছে। সোমবার দুপুরে সৈকতের ক্যামেরাম্যান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ শোডাউন করে। এ শোডাউনে কুয়াকাটায় আগত ব্রাজিল সমর্থক পর্যটকরাও অংশগ্রহন করে।
ব্রাজিল সমর্থকরা বলেন, তারা বিশ^ কাপ ফুটবল খেলা প্রতিবছরই দেখেন। ব্রাজিলের খেলা পছন্দ। নেইমার বিশ^মানের একজন খেলোয়ার। শুধু নেইমারই নয় ব্রাজিলের প্রতিটি খেলোয়ারই বিশ^মানের। কয়েকবার বিশ^কাপ জিতেছে এই দলটি। সবদিক বিবেচনায় তারা এবারের বিশ^কাপে ব্রাজিলকে সমর্থন করেছেন।
ব্রাজিল সমর্থক আবুল হোসেন রাজু, বাবু, সোহেল, হেলাল বলেন, ব্রাজিলের ফুটবলের প্রতি ভালোবাসা থেকে তাদের এই পতাকা শোডাউন করা। এই শোডাউনের মধ্যদিয়ে তারা জানান দিতে চান যে, কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্রাজিলের অনেক সমর্থক গোস্টি রয়েছে। যারা প্রিয় দল ব্রাজিলকে উৎসাহ দিতে এমন আয়োজন। এসময় তারা আরও জানান, ৯০ ফুট লম্বা এই পতাকা নিজেদের অর্থায়নে করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।