হাসিনার পতন বিএনপি নেতৃত্বাধীন দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফল: মিন্টু

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৬:৩১ অপরাহ্ন
হাসিনার পতন বিএনপি নেতৃত্বাধীন দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফল: মিন্টু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দলের শক্তিশালী নেতৃত্ব নির্বাচনে কর্মীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। বরিশাল প্রেসক্লাবে শনিবার বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।


মিন্টু বলেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সেই ধরনের নেতৃত্ব নির্বাচিত হতে হবে, যারা দলের ভবিষ্যৎ এগিয়ে নিতে সক্ষম। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান এবং ভবিষ্যতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। 


এ সময় তিনি আরও বলেন, অনেক ধরনের মতামত ও আলোচনা হবে, কিন্তু এই মতামতগুলো বিবেচনায় রেখে দলকে কীভাবে শক্তিশালী করা যায় এবং নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছি। নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হলে দলের মধ্যে কোনো বিরোধ থাকবে না এবং সকলে একত্রে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে প্রায় ১২শ’ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে দল যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য ছিল না, এটি বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের দীর্ঘ ১৫ বছরের ফল।


অন্তর্ববর্তী সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি নিয়ে বলেন, তাদের কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।


বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।