উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবল হয়েছেন জর্জিনহো। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন এই মিডফিল্ডার। এদিকে সেরা কোচ হয়েছেন চেলসি বস থমাস তুখেল।বৃহস্পতিবার (২৬ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এই ঘোষণা দেয়া হয়।গেল ১৯ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন কেভিন ডি ব্রুন, এনগোলো কান্তে ও জর্জিনহো।
তালিকায় থাকা তিনজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। ২০১১ সাল থেকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া এই পুরস্কার দিয়ে আসছে। ১১ বছরে এবারই সংক্ষিপ্ত তালিকার তিনজনই মিডফিল্ডার।দশম খেলোয়াড় হিসেবে একই বছর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর শিরোপা তুলেছেন জর্জিনহো। ইউরোর প্রতিটি ম্যাচে ইতালির মূল একাদশে ছিলেন। চেলসিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে ২০২০ সালের জানুয়ারিতে ফ্র্যাংক ল্যাম্পার্ডকে বিদায় করে প্যারিস সেন্ট জার্মেই থেকে পিএসজিতে যোগ দেন থমাস তুখেল। দলের হাল ধরেই বাজিমাত করেন। চ্যাম্পিয়নস লিগ জেতানো পাশাপাশি প্রিমিয়ার লিগে সেরা চারে টেনে তুলেন দলকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।