লা লিগায় আগামী শনিবারের দুটো খেলা স্থগিত করেছে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)। ম্যাচ দুটি হলো বার্সেলোনা বনাম সেভিয়া ও ভিয়ারিয়াল বনাম আলাভেজ।
আপাতত ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। করোনার যুগে এখন সরাসরি দেশ থেকে ক্লাবে এসে খেলা সম্ভব নয়। তাই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে সূচী পেছনের আবেদন জানায় লা লিগা। কিন্তু আরএফইএফ কান না দেয়ায় শেষ পর্যন্ত সিএসডির দ্বারস্থ হয় তারা। তাতে মিলেছে কাঙ্ক্ষিত ফল।
পূর্বের সূচী বহাল থাকলে আন্তর্জাতিক বিরতির দেড় দিনের মধ্যেই মাঠে নামতে হতো সেভিয়ার তিন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো মন্তিল, পাপু গোমেজ ও মার্কোস আকুনাকে। কিন্তু তেমন পরিস্থিতিতে আর পড়তে হচ্ছে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।