জঙ্গি নাটক: মিথ্যার আড়ালে ক্ষমতার লোভে চালানো অন্যায়
দেশের মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, তবে কিছু বিষয় মনে রাখা উচিত। একসময় একমাত্র ক্ষমতায় থাকার লোভে ভারতীয় প্রভুদের প্রেসক্রিপশনে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো একটি নাটকের মঞ্চায়ন হয়েছিল। নাটকটির নাম ছিল "জঙ্গি নাটক"। আজ সেই নাটক নিয়ে 'আমার দেশ' পত্রিকায় বিস্তারিত সংবাদ আসলো । সেই আলোকে বলছি
এই নাটকের নামে কত নিরপরাধ মানুষকে শেষ করা হয়েছে, তার কোনো হিসাব নেই। নিজস্ব পুলিশ বাহিনী এবং ভারতীয় সহযোগিতায় এই জঙ্গি নাটকের পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছিল। মূল লক্ষ্য ছিল বিরোধী দল এবং বিরোধী মতকে দমন করা। যখন বিরোধীদের ঠেকানো যাচ্ছিল না, তখন ভারতীয় নির্মম কার্ড খেলে "জঙ্গি খেলা" শুরু করা হয়।
এই নাটকের আড়ালে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রয়াসে কত অন্যায়, কত নির্যাতন চালিয়েছে সেই খুনি হাসিনা সরকার। জঙ্গি দমনের নামে বিদেশি শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করে নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টাও করা হয়েছিল।
তবে সবকিছুর শেষে কী হলো? নির্মম সত্য হলো, এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হলো। ইতিহাসের নির্মম পরিহাস, ক্ষমতার মোহে করা অন্যায় একদিন নিজের জন্যই কাল হয়ে দাঁড়ায়। দেশের মানুষের ওপর এমন মিথ্যা নাটক চাপিয়ে দেওয়া ক্ষমার অযোগ্য অপরাধ।
যে পুলিশ সদস্যরা এমন মিথ্যা নাটক সাজানোতে জড়িত ছিল, তাদের বিচার হওয়া উচিত। বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তবে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিরা একদিন অবশ্যই আইনের আওতায় আসবে।
মিথ্যা নাটক সাজানো, নিরপরাধ মানুষকে শিকার বানানো এবং ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় অন্যায়ভাবে কাজ করা—এসব কাজ শুধু পেশাগত দায়িত্বের লঙ্ঘন নয়, এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ জনগণের সেবক, শাসকের নয়। তাদের কাজ হলো জনগণের জানমাল রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। যদি পুলিশ সদস্যরা তাদের এই দায়িত্ব ভুলে গিয়ে মিথ্যা নাটকের অংশ হয়, তবে সেটি রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।
যদি দেশের মানুষ সচেতন হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া কার্যকর হয়, তবে এসব অন্যায় অপরাধের বিচার অবশ্যই সম্ভব। যারা অন্যায় করেছে, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, ন্যায়ের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সত্যকে চাপা দেওয়া যায় না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।