জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের মাঠের লড়াই। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক কাতারকে চাপে রাখে ইকুয়েডর।
রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় আল-বায়াত স্টেডিয়ামে শুরু হয় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত প্রায় ৬০ হাজার দর্শক। ম্যাচে শুরুতেই গোলের দেখা পায় ইকুয়েডর।
খেলা শুরুর ১৬ মিনিটে আসরের প্রথম গোল করেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে গোল করে ইকুয়ডরকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। ডি বক্সে ভ্যালেন্সিয়াকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন কাতারের গোলরক্ষক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।