হিলিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, হাকিমপুর উপজেলা প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৮ই নভেম্বর ২০২২ ০৭:৫৩ অপরাহ্ন
হিলিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

"ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে "তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট"- ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্কুল মাঠে কোকতাড়া তরুণ সংঘের আয়োজনে তরুন সংঘ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। 


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন, কোকতাড়া তরুণ সংঘের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। 


ফাইনাল খেলায় স্বাগতিক কোকতাড়া তরুণ সংঘ এবং পূর্ব আংড়া একাদশ ক্লাব অংশ গ্রহণ করে। খেলায় কোকতাড়া ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলায় মাঠ পরিচালনা করেন গোলাম রব্বানী। 


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সুফিয়ান ও অনন্য অতিথি বৃন্দ।