সিরিজ শুরুর আগেই নিজেদের ফেভারিট হিসেবে দাবি করেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুধু কথায় নয়, মাঠের পারফরম্যান্সেও সেই দাবি প্রমাণ করলেন লাল-সবুজের প্রতিনিধিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৮৫ রানের লক্ষ্য দেয়। জবাবে ৭৬ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৯ রানে ওপেনার মুর্শিদা খাতুন (৮) সাজঘরে ফেরেন। তবে তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ও ওপেনার ফারজানা হক মিলে দলের হাল ধরেন। দুজনেই ফিফটি তুলে নেন এবং দ্বিতীয় উইকেটে গড়েন ১৫৬ রানের জুটি। শারমিন ৮৮ বলে ৭২ ও ফারজানা ৬১ রান করে আউট হলে ১৬৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ১৮ রানে ভর করে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দল। এর ফলে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগ্রেসরা।
এর আগে, আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। শুরুতেই ডানহাতি স্পিনার সুলতানা খাতুনের দুর্দান্ত বলে ৯ রানে উইকেট হারায় সফরকারীরা। এরপর অধিনায়ক ও অ্যামি হান্টার কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা যথেষ্ট ছিল না। অ্যামি ২৩ রান করে রাবেয়া খানের বলে আউট হন। অন্যদিকে, আইরিশ অধিনায়ক নিজের ৯ম ওয়ানডে ফিফটি তুলে নিলেও দলের সংগ্রহ বড় করতে পারেননি। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ১৮৫ রানে থামিয়ে দেয় স্বাগতিকরা।
এই সিরিজটি টাইগ্রেসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে আইসিসি ওয়ানডে সুপার লিগের বাকি ম্যাচগুলোতেও জিততে হবে। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল নাহিদা-জ্যোতিরা।
বাংলাদেশের বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই জয় সিরিজ জয়ের পাশাপাশি ভবিষ্যৎ মিশনের জন্যও টাইগ্রেসদের মনোবল শক্তিশালী করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।