প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৫:৫৩
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ ব্যবধানে হারাল জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন মার্কো অ্যাসেনসিও।মাদ্রিদের আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে আতিথেয়তা জানায় রিয়াল। এর আগে গত ডিসেম্বরে লিগের প্রথম দেখায় সফরকারীদের তাদেরই মাঠে যোগ করা সময়ে হারিয়েছিল গ্যালাকটিকোরা।
পরে ৮৬তম মিনিটে এই অ্যাসেনসিও পাসেই জোড়া গোল পূর্ণ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা।এ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে রইল রিয়াল। ২৯ ম্যাচে ১৮ জয়ে ৬২ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে ২ পয়েন্ট এগিয়ে সিংহাসনে বার্সা।