শেরপুর ফুটবল অ্যাসোসিয়েশনে ১শ ফুটবল উপহার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ২রা অক্টোবর ২০২১ ১০:২৮ অপরাহ্ন
শেরপুর ফুটবল অ্যাসোসিয়েশনে ১শ ফুটবল উপহার

শেরপুরে ফুটবল অ্যাসোসিয়েশনকে ১০০ ফুটবল প্রদান করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এউএনও) ফিরোজ আল মামুনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।


তিনি বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যুবসমাজ ও তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। এখন সবার হাতে স্মার্টফোন। সবাই এখন ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন গেমে ব্যস্ত।


ডিসি মোমিনুর রশীদ আরও বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। তাই এই খেলাকে পুনরায় মাঠে ফেরাতে আজ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে ১০০টি ফুটবল প্রদান করা হলো। যেন সকল তরুণ সমাজ আবার ফুটবলে ফিরে আসে।


জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত বলেন, ফুটবলকে মাঠে ফেরাতে একটি উদ্যোগ হাতে নিয়েছি। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক সংগঠক, প্রতিষ্ঠান আমাদের ৫০০ ফুটবল উপহার দিয়েছে। ১ হাজার ফুটবল হলে চলতি মাসের যেকোনো দিন এগুলো জেলায় বিতরণ করব।


অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মলয় মহন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মেরাজ উদ্দিনসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।