পটুয়াখালীতে মানববন্ধন, অপরাধীদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন
পটুয়াখালীতে মানববন্ধন, অপরাধীদের গ্রেফতার দাবি

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে আব্দুর রাজ্জাক মাদবরসহ সাতজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় সন্ত্রাসী জব্বার মাদবর ও তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার সদস্য ও এলাকাবাসী। মানববন্ধনে অর্ধ শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় বক্তারা সন্ত্রাসী জব্বার মাদবর, কবির মাদবর ও হেলাল মাদবরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।


বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এসব সন্ত্রাসী এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের নেতৃত্বে গ্রামের মানুষ প্রতিনিয়ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে, কিন্তু প্রশাসন এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। এলাকাবাসী তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এছাড়া বক্তারা আরো বলেন, জব্বার মাদবর কালিকাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে সংঘটিত অপরাধগুলো দিন দিন বেড়ে চলেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি বলেন, “আমরা আমাদের প্রাণের নিরাপত্তা চাই। যারা আমাদের ক্ষতি করেছে তাদের শাস্তি চাই।”


এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।