পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে ৩২ জন নিহত, ২৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০৯:৫৮ অপরাহ্ন
পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে ৩২ জন নিহত, ২৫ জন আহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার (২৩ নভেম্বর) রাতে এই সহিংসতা ঘটে, যা আবারও শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক উত্তেজনার এক ফলস্বরূপ।


কুররাম জেলা, যা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত, প্রায়ই শিয়া-সুন্নি সহিংসতার জন্য পরিচিত। গত জুলাই থেকে জমি নিয়ে বিরোধ এবং সাম্প্রদায়িক উত্তেজনা জেরে একাধিক সংঘর্ষে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নতুন সহিংসতা শুরু হয় গত শুক্রবার, যখন একটি সশস্ত্র দল বাগান ও বাচা কোট শহরে বেশ কয়েকটি দোকান, বাড়ি এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কুররাম জেলার আলিজাই ও বাগান গোত্রের সদস্যরা একে অপরের বিরুদ্ধে গোলাগুলি শুরু করে, যার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সশস্ত্র গ্রুপ দুটি একে অপরের ওপর ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছিল। সংঘর্ষের কারণে কুররাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 


পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ নতুন নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার মতো এলাকায় এরকম সহিংসতা প্রায়ই ঘটে থাকে। শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ধর্মীয় এবং সামাজিক ভিত্তিতে দীর্ঘকাল ধরে টানাপোড়েন চলে আসছে, যার ফলে এমন সহিংসতার ঘটনা বেড়ে চলেছে।


এর আগে, এই মাসের শুরুর দিকে, খাইবার পাখতুনখোয়ার একটি মহাসড়কে শিয়া মুসলিমদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়, যাতে অন্তত ৪২ জন নিহত হন। যদিও হামলাকারীরা এখনও শনাক্ত হয়নি, কিন্তু পাকিস্তানজুড়ে শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। 


এ ঘটনাগুলি পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা এবং নিরাপত্তার সংকটকে আরও জোরালোভাবে তুলে ধরছে, এবং সরকারের কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বাড়ছে।