তার তুলনা শুধু তিনি। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং অব রোম্যান্স। আজ তার ৫৫তম জন্মদিন। জিরো থেকে হিরো হয়ে উঠা শক্তিমান এক অভিনেতার নাম শাহরুখ। জীবনের এই উত্থানের পরতে পরতে আছে সংগ্রাম ও অধ্যবসায়ের গল্প। সেসব বিভিন্ন সময় নিজেই জানিয়েছেন শাহরুখ। সঙ্গত কারণেই বলিউডে প্রেরণা যোগানো নায়কদের মধ্যে অন্যতম হিন্দি সিনেমার রঙিন ‘দেবদাস’।১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান। মা লতিফ ফাতিমা।
একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে অবস্থান পোক্ত করেন শাহরুখ। ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘পরদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দিল সে’, ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, বাদশাহ, ‘ডন’, কাল হো না হো, বীর-জারা, মাই নেম ইজ খান, স্বদেশ, কুছ কুছ হোতা হ্যায়, চাক দে ইন্ডিয়া প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ খান।