প্রকাশ: ২৯ জুন ২০২০, ২:১৮
ঠিক ১৪ দিন আগে এমনই এক রবিবারে সুশান্ত আমাদের থেকে চলে গিয়েছেন অনেক দূরে। কিন্তু কোথাও যেন মন মানতে চায় না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে জোরদার শুরু হয়েছে নেপোটিজম বিতর্ক। আঙুল উঠেছ সালমান খান, করণ জোহার, একতা কাপুরসহ বলিউডের বেশ কিছু তাবড় ব্যক্তিত্বের বিরুদ্ধে।এমনকী বিহার আদালতে মামলাও দায়ের হচ্ছে তাদের বিরুদ্ধে।
একদিকে যেমন নেটিজম নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া তেমনই প্রশ্ন উঠেছে সুশান্তের বেশ কিছু পোস্টকে ঘিরে। পুলিশের কাছে অভিনেতার ফোন জমা থাকলেও কোনো ব্যক্তি তা ব্যবহার করছেন। এমনই অভিযোগ তুললেন অভিনেতা রণবীর শোরে।