সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৩ হাজার ১১৯ জন। ভারতেও ২৮জন মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দিল্লি, কেরালা, তেলেঙ্গানা ও রাজস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ মিলেছে। এবার এই করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খানবলিউডে এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সারা বিশ্বে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সালাম জানানোর রীতি রয়েছে।’
সালমান খান আরও বলেন, ‘ভারতে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান।’করোনা সচেতনতায় নেমেছেন বলিউডের আরও অনেক তারকা। এর আগে অনুপম খেরও এই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।