
প্রকাশ: ৯ নভেম্বর ২০১৯, ১৭:১৪

টেলিভিশনের গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমন তার প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ নির্মাণের কাজ শুরু করেছেন সম্প্রতি। পুরোদমেই কাজ চলছে সিনেমাটির। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ ও মধ্য সাগরে সিনেমাটির শুটিং করছেন সুমন। সেখানে চঞ্চল চৌধুরীসহ প্রায় দেড়’শ জনের মতো কলাকুশলী শুটিং করছেন।
উত্তাল সাগরের বুকে জীবন বাজি রেখে ‘হাওয়া’ সিনেমার কাজ করছেন বলে জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘সাগরের মধ্যে শুটিং চলছে। আমরা মধ্য সাগরে জীবন বাজী রেখে কাজ করছি।’ এদিকে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। আগামীকাল শনিবার সন্ধ্যার পর তা বাংলাদেশের ওপর আঘাত হানতে পারে। দুর্যোগপূর্ণ পরিবেশেও শুটিং করছিলেন সুমন। শুটিং চলাকালীন ঝড়ের কবলে পড়েছিল ‘টিম হাওয়া’। মাঝ সাগরে শুটিং চলাকালে ঝড়ের কবলে পড়লে বেশ বিপাকেই পড়েন সুমন ও তার কলাকুশলীরা।
