তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
এতে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানাজা নামাজের পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন। তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতারা বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মিজানুর রহমান মুবিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা বুকে ধারণ করেছি। সেই আদর্শ লালন করে আগামী দিনের নেতৃত্ব দিয়ে যাব—এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে নেত্রী খালেদা জিয়ার প্রতি এই শ্রদ্ধা ও গভীর শোক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।