
প্রকাশ: ৬ নভেম্বর ২০১৯, ২১:৪০

পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ব্যক্তিগত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তোলপাড় চলছে ফেসবুকে। অনেকে তীর্যক মন্তব্যে আঘাত করছেন মিথিলাকে। এ বিষয়ে প্রথমে মিথিলা ও ফাহমি কেউ-ই কোনো কথা বলতে রাজি হননি। পরে মঙ্গলবার রাত ১০টায় নিজের অবস্থান পরিস্কার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিথিলা। ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে মিথিলা ফাহমির সঙ্গে তার সম্পর্ক, ব্যাক্তিগত ছবি ফাঁস হওয়া এবং এর বিরুদ্ধে তার পদক্ষেপের কথা জানিয়েছেন। সেই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে না পারায় দায় এড়ানোর চেষ্টা করেননি তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব