
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১:১৫

গ্রাম থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন শুভ্র। সে এক অভাবগ্রস্ত পরিবারের ছেলে। নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করেন আবার গ্রামে বাবার কাছেও টাকা পাঠান। টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাড় করতে হয় তাকে। ফুলের মতো সুন্দর নয় বরং লড়াইয়ের জীবন তার।
বিশ্ববিদ্যালয়ে মুন নামে তার একজন খুব ভালো বান্ধবী আছে। শুভ্রর কষ্ট দেখে মুনের মায়া হয়। সে শুভ্রকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুভ্র গরিব হলেও কিছুতেই নিজের আত্মসম্মান বির্সজন দেবে না। মুনও শুভ্রর পিছু ছাড়ে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘টিউশনি’।


ইনিউজ৭১/জিয়া