ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়নপর্বে বিএনপি প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কয়েকটি আসন ছাড়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
ঢাকা-১২ আসনে বিএনপি পূর্বে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু সমঝোতার ভিত্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। শনিবার সকালে নিজের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আসলাম চৌধুরী।
চট্টগ্রাম-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাননি, তবে বর্তমানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান।
যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তির বদলে মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। যশোর-৪ আসনে নতুন প্রার্থী হলেন অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। যশোর-৫ আসনে মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৬ আসনে প্রাথমিক প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিরোজপুর-১ আসনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর আগে এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবকে মন্ত্রী মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পান। শারীরিক অসুস্থতার কারণে পরে তাকে পরিবর্তন করে বিএনপি স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।